Home » » পীরগঞ্জে স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে নিবন্ধন

পীরগঞ্জে স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে নিবন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 12, 2023 | 3/12/2023 11:35:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বেসরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অন্যতম। ১৯০৭ সালের প্রাচীনতম এই স্কুলের অগণিত ও সুনাম ধন্য অসংখ্য ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষিত হয়ে স্কুলের সুনাম অক্ষুণ রাখার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জল করেছে। তাই, পাইলট উচ্চ বিদ্যালয়ের স্মৃতি ও সুনাম অক্ষুণ রাখার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষ শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপি জমকালো অনুষ্ঠান করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্যে শনিবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি ধার্য্য করেছে স্কুল কর্তৃপক্ষ। অনলাইনে রেজিস্ট্রেশন করার পদ্ধতি, নিবন্ধন ফি সহ অন্যান্য ফি গ্রহণ করার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি দৃষ্টি নন্দন, মন মুগ্ধকর ও সকলের কাছে গ্রহণ যোগ্য করার লক্ষ্যে এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনামের স্মৃতি ধরে রাখতে সুধীজন ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নানা ধরণের উপ কমিটি গঠন করা হয়েছে। ১১/০৩/২০২৩ ইং তারিখ হতে আগামী ১০/০৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত অনলাইনে নিবন্ধন কার্যক্রম করা যাবে এবং আগামী ২৫ ও ২৬ শে এপ্রিল ২০২৩ ইং তারিখে শতবর্ষ উদ্যাপন করা হবে বলে স্কুল সূত্রে জানা গেছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন ঠাকুরগাঁও - ৩ আসনের সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর ম্ুিক্তযোদ্ধা ইমদাদুল হক। তিনি ২০০০ টাকা নগদ প্রদান করে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব নিবন্ধন ফি জমা দিয়ে নিবন্ধন করেন। ওই সময় রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।