Home » » শশ্মান ঘাট নেই পীরগঞ্জে লাশ নিয়ে বিপাকে পড়েন আদিবাসীরা

শশ্মান ঘাট নেই পীরগঞ্জে লাশ নিয়ে বিপাকে পড়েন আদিবাসীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 28, 2023 | 3/28/2023 10:42:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে ১১৩৭ টি আদিবাসি পরিবার রয়েছে।
এসব পরিবারে প্রায় ৫ হাজার সদস্য রয়েছে। আদিবাসিদের মৃত্যুর পর তাদের লাশ দাফন/সৎকার করতে নানা রকম বিপাকে পরতে হচ্ছে। কারণ তাদের লাশ মাটি দেওয়ার ক্ষেত্রে নিদির্ষ্ট কোন শশ্মান ঘাট নেই। উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে আদিবাসিদের একটি শশ্মান ঘাটের জমি থাকলেও দীর্ঘদিন ধরে উক্ত জমি বেদখল হয়েছে।
স্থানীয় সংস্থা ইএসডিও উক্ত জমি উদ্ধারের জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব করা হয়নি।
আদিবাসি ও দলিত জনগোষ্ঠির কোন সদস্য মৃত্যুবরণ করলে, লাশ দাফনে নানা রকম সমস্যা ও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। আদিবাসি সমিতির সভাপতি বিষ্ণু হাসদা, আদিবাসি নেতা দাউদ সরেন ও জগনাœথপুর মাহালি পাড়া গ্রামের কাচেন্দ্র ঋষি সোমবার তারা তাদের মনের ক্ষোভের কথা ব্যক্ত করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।