Type Here to Get Search Results !

নতুন রূপে চমকে দিলেন লাস্যময়ী সামান্থা

চিলাহাটি ওয়েব, বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গুনাশেখর পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘের ট্রেইলারে নজর কেড়েছেন সামান্থা। ট্রেইলারের ৫০ সেকেন্ডে দেখা দেন সামান্থা। গহীণ বনে একঝাঁক প্রজাপতির মাঝে তার দেখা মেলে। পরনে সাদা রঙের পোশাক। মাথায় তাজা ফুলের টিকলি। কাখে কলসি, দুই বাহুতেও শোভা পাঁচ্ছে তাজা ফুলের বাজু। এমন লাস্যময়ী অবতার নেটিজেনদের মন কেড়েছে। তা ছাড়াও পুরো ট্রেইলারের বিভিন্ন অংশে নানা লুকে ধরা দিয়েছেন তিনি। যার প্রশংসা করছেন সামান্থা ভক্তরা। বিশাল একটি রাজ্যের শট দিয়ে শুরু হয় ট্রেইলার। আর ভয়েস ওভারে এক শিশুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মূলত এই শিশুটিই শকুন্তলা। মালায়ালাম সিনেমার অভিনেতা দেব মোহন, মোহন বাবু, ভারতীয় বাংলা সিনেমার যীশু সেনগুপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন। এ ট্রেইলারে তাদের উপস্থিতিও মিলেছে। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies