Home » , » চিলাহাটিতে বিজিবি'র কম্বল বিতরণ

চিলাহাটিতে বিজিবি'র কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 10, 2023 | 1/10/2023 04:19:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অসহায়-হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ চিলাহাটি কোম্পানিতে প্রায় ৯০ জন অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান হাকিম।
চিলাহাটি কোম্পানি হেড কোয়ার্টার্স সুবেদার মোহাম্মদ আব্দুল ওয়ারেছ। এছাড়াও চিলাহাটি কোম্পানি হেড কোয়ার্টারের অধীনে কেতকীবাড়ি, নামাজীপাড়া ডাঙ্গাপাড়া ও বোগদাবুরী ক্যাম্পেও শীতবস্ত্র বিতরণ করা হয়।