Monday, January 16, 2023

কনকনে শীতে কাঁপছে চিলাহাটি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীর চিলাহাটিতে মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জেঁকে বসেছে শীত, শীতের ঠান্ডায় কাঁপছে চিলাহাটি। হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু জনজীবন। গভীর রাত থেকে বৃষ্টির মতো মতো কুয়াশা ঝড়ছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার পরও সূর্যের দেখা মেলেনি, হিমেল হাওয়ায় বেড়েছে কনকনে ঠান্ডার মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। রেহাই পাচ্ছে না পশুপাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। কনকনে ঠান্ডার কারণে জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবিদের। কুয়াশার কারণে রাস্তায় যাত্রী কম থাকায় আয় কমেছে রিকশা ও ইজিবাইক চালকদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গতবারের তুলনায় এবার শীতের প্রকোপ একটু বেশি। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির মত টিনের চালে শীত পরছে। আর ঠান্ডার মাত্রাটাও বেড়ে চলেছে। এছাড়াও ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়ায় চিলাহাটি রেলওয়ে স্টেশনে চলাচলকারী কিছু কিছু যাত্রীবাহী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক সংগঠন থেকে কিছু কিছু ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র দেওয়া হয়েছে।

শেয়ার করুন