Type Here to Get Search Results !

আটোয়ারীতে ৭শ শীতার্তদের মাঝে কম্বল বিতরন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব ও অসহায় ৭ শত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে "দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ" এর অর্থায়নে ও রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাহেদের সার্বিক সহযোগিতায় উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হত দরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইসিএবি'র এফসিএ মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় রাধানগর ইউপির চেয়ারম্যান মোঃ আবু জাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি'র চেয়ারম্যান এফসিএ মোঃ মিজানুর রহমান, আটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানাসহ ওই সংগঠনের আরো অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে স্বাগত বক্তব্য রাখেন এফসিএ এ কে এইচ হাসিফ সওদাগর। আইসিএবি'র চেয়ারম্যান এফসিএ মোঃ মিজানুর রহমান জানান, "আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও আত্ম মানবতার সেবায় নিয়োজিত। আমাদের বেতনের অংশ থেকে কিছু জমিয়ে তা একত্রিত করে মানব সেবায় কাজে লাগাই। আমরা চাই আমাদের বিলাসিতা কিছুটা কমিয়ে মিতব্যয়ী হয়ে দেশের অসহায় গরীব অসচ্ছল মানুষের মুখে হাসি ফোঁটাতে। পঞ্চগড় দেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে শীতের প্রকোপ কিছুটা বেশি তাই এই অঞ্চলের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমরা নিয়েছি এবং ভবিষ্যতে মানুষের সেবায় আরো বিভিন্ন কাজ করে যাবো আমরা"।
বিভাগ