স্বপ্ন যাবে বাড়ি ২০২৪ | Shopno Jabe Bari 2024

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 02:28:00 AM

Kotodin dekhini tomay by Manna Dey

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বছরের প্রথম ও বিরল সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ববাসী।  সোমবার (৮ এপ্রিল) ঘটবে এ মহাজাগতিক ঘটনা। সর্বশেষ ১৯৭৩ সালে এরকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।  আবার ২১৫০ সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 4, 2024 | 4/04/2024 08:41:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বৃস্পতিবার সকালে জন প্রতি ৩ হাজার টাকা চেক ও (এক বান্ডিল) করে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়ার বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিশ হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদ কর্মী, সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৮টি পরিবার চেক ও ঢেউটিন পেয়ে তারা খুব খুশি হয়েছেন।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:33:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকার ফিলিং স্টেশন এর উত্তর পাশে হিমেল নার্সারীর সামনে ১০ চাকা বিশিষ্ট একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী বিপুল (১৬) নামের একজন শ্রমিক নিহত হয়েছে। 
রবিবার (৩১ মার্চ) আনুমানিক ১২ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মহাসড়কে পণ্যবাহী ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী বিপুল ঘটনাস্থলে মারা যায়।মৃত বিপুল বিরামপুর পৌরসভার হঠাৎ পাড়া গ্রামের আঃ হালিমের একমাত্র ছেলে।স্থানীয়রা জানান,সে বিরামপুর পৌরশহরের একটি বেকারিতে কাজ করে। বিরামপুর সরকার ফিলিং স্টেশনে তেল নেওয়ার লক্ষ্যে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হতে গিয়ে দিনাজপুরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।এদূর্ঘটনার খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বাউ মুরগি পালনে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি; শিল্পায়নে অনুন্নত ও কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিপ্রধান হওয়ায় তাই এ জেলার মানুষের আয়ের মূল উৎস কৃষি ও গবাদি পশু পাখি পালন। আর অর্থকরী এ কাজে পুরুষের তুলনায় পিছিয়ে নেই এখানকার নারীরাও।
পুরুষদের সাথে সমান তালে কাজ করে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়েও অর্থনীতিতে বেশি অবদান রাখছেন এ অঞ্চলের নারীরা। এবার বাউ জাতের মুরগি পালনে অর্থীকভাবে স্বাবলম্বি হয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। আর তাদের এ কাজে সহযোগীতা করছে ইএসডিও নামের একটি বেসরকারী সাহায্য সংস্থা। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ইএসডিও নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে ১৫০ টি করে প্রায় ৩ হাজার নতুন এ জাতের মুরগির বাচ্চা এবং মুরগির ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা দেয়। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সুত্রমতে, বাউ মুরগি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত মাংসের জন্য মুরগি,যার মাংসের স্বাদ দেশীয় মুরগির মত। বাউ মুরগি ৪৫ দিনেই প্রায় ১ কেজি হয়ে থাকে। এ মুরগি প্রতিপালন হয় খামারে এবং বৃদ্ধি ব্রয়লারের মত। এ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা সোনালী ও ব্রয়লারের চেয়ে বেশি তবে এর মৃত্যুহার নেই বললেই চলে। এ জাতের মুরগির খাদ্যে রুপান্তর দক্ষতার অনুপাত ২:১ অর্থাৎ বাউ মুরগি ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি মাংস উৎপাদন করতে পারে। শাকিলা আক্তার নামের বাউ মুরগির খামারি জানান, আমি আগে বাসার কাজেই ব্যস্ত থাকতাম। স্বামীর যে আয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হত। আমি ইএসডিও থেকে এ মুরগির বাচ্চা ও ঘর তৈরীর সহযোগীতা পেয়ে এগুলি পালন শুরু করি। আমার প্রতিটি মুরগিই প্রায় ১ কেচির বেশি হয়ে যাওয়ায় মোটামোটি বিক্রি শুরু করেছি। আমি প্রতিটি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমার সংসারে একটি বাড়তি আয়ের উৎস তৈরী হয়েছে। আগামীতে আমি আরো বড় পরিসরে এ মুরগি পালনের প্রস্তুতি নিয়েছি। 
সেলিনা নামের অপর এক নারী খামারি জানান, আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগীতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামি এ সহযোগীতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরী হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি। শাকিলা,সেলিনা বা স্বপ্নার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় নারীরা। তারা বলেন, আমরা নিজ চোখেই দেখলাম মাত্র দেড় মাসের মধ্যে এ মুরগির খামার করে কিভাবে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। আমরাও ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মুরগি পালন করবো। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, বাউ জাতের মুরগিটা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে উদভাবিত একটি নতুন জাতের মুরগি । এ মুরগি দেখতে ও স্বাদে হুবহু দেশি মুরগির মতই, কিন্তু এর গ্রোথ বা বাড়ার হার বেশি এবং এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। আমাদের দেশে এ মুহুর্তে যে সোনালী মুরগি নামের যে মুরগিটির প্রচলন বেশি এর চেয়েও বাউ জাতের মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি। আমরা বিভিন্ন সেমিনার বা সভায় এ মুরগি পালনের প্রচারনা চালিয়ে যাচ্ছি যাতে খামারিরা লাভবান হয়।