উলিপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:26:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিসিসি ফার্ম এসডি-২ ঢাকা এর আয়োজনে, এসবিএসএস'র পরিচালন সহায়তায়, ওয়াটসান কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন। বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, প্রকল্পের সিবিএস রেহানা পারভীন, দীনবন্ধু দত্ত প্রমূখ।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির পেশাদার সাংবাদিকদের সংগঠন চিলাহাটি প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকালে চিলাহাটি ডাকবাংলা হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিল এর মধ্যে নতুন কমিটি গঠন এর জন্য আহসানুল কবীর জুয়েল ও আশরাফুল হক কাজলকে সার্বিক দায়িত্ব পালন করার অনুমতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ, বেশি ফলনের সম্ভাবনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 31, 2024 | 3/31/2024 01:08:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ। রঙিন বনফুলের সমারোহ প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সমাজে।
গ্রামবাংলার সর্বত্রই এখন এমনই দৃশ্য। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেণুকা থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অনুরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। গতবছরের তুলনায় এবার বেশি ফলনের আশা দেখছেন এলাকাবাসী।
বসন্তের আগমনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। সুমিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এ যেন মুকুলের স্বর্গরাজ্য। বসন্তের শুরু থেকেই মুকুলে মুকুলে শোভা পাচ্ছে পুরো উপজেলার আম গাছগুলো। ষড়ঋতুর এই বাংলাদেশে পাতাঝরা ঋতুর রাজা বসন্ত।
প্রতিবারের মতো শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋতুরাজ বসন্ত।
চিলাহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদ্য মুকুল ফোটা দৃশ্য এখন ইট পাথরের শহর থেকে শুরু করে বিস্তৃত গ্রাম্য জনপদেও। বেশির ভাগ ইউনিয়ানের গ্রামগুলোতে মুকুলে ছেয়ে গেছে।

ফুলবাড়ীর দেবীপুর ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন

আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে:ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নজরদারী বা অভিযান না থাকায় দেবীপুর ছোট যমুনা নদী থেকে উত্তোলন করা হচ্ছে কোটি টাকার বালু। 
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দেবীপুর গ্রামে সংলগ্ন ছোট যমুনা নদী থেকে বছরে বিভিন্ন ব্যবসায়ীরা অবৈধ্যভাবে কোটি টাকার বালু উত্তোন করে বিভিন্ন স্থানে মজুদ করে বিক্রি করছে। এতে নদী সংলগ্ন পার্শ্ববর্তী গ্রামগুলি নদী ভাঙ্গনের কবলে পড়ছে। প্রতি দিন গভীর রাতে ও ভোর বেলায় বালু ব্যবসায়ীরা ট্রলি নামিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। প্রতি গাড়ি বালু ১২শত থেকে ১৪শত টাকা দরে বিক্রি করা হচ্ছে। শিবনগর ইউপির পাঠকপাড়া কুমারপুর ঘাট থেকে মোঃ মিলন, দেবীপুর ঘাট থেকে মোঃ উজ্জল, পাঠপাড়া ঘাট থেকে মোঃ বাদশা, শ্মসান ঘাট থেকে মোঃ বেলাল বালু উত্তোলন করছেন। প্রকৃত সরকারি ঘাটের ইজারা ডাক না থাকায় এই অবস্থার মধ্য দিয়ে অবৈধ্য বালু ব্যবসায়ীরা লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনি অবস্থা বিরাজ করছেন ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ও খয়েরবাড়ী সহ উপজেলার বিভিন্ন স্থানে। এই অবস্থা চলতে থাকলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাবেন। এই ছোট যমুনা নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলন করেন সরকারি বেসরকারি রাস্তা ঘাটের কাজ ও করা হচ্ছে। সরকারি কাজে ঠিকাদারদের সিডিউলে বালুর দাম ধরা থাকলেও তারা বাইরে কিছু লোকজনদেরকে দিয়ে চোরাই পথে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে রাস্তাগুলির কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শিবনগর ইউপির পাঠকপাড়া থেকে আমডুংগিহাট পর্যন্ত যমুনা নদীতে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে তাতে নদীর দুই ধারের জমির মালিকদের অফুরন্ত ক্ষতি হচ্ছে। বর্ষাকাল এলে জমিতে লাগানো ফসল নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে তারা অবৈধ বালু নদী থেকে তুলে আঙ্গুল ফুলে কলাগাছ হবে। ভাংতে থাকবে কৃষকদের ফসলি জমি। এ ব্যাপারে পাঠকপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য জানান, প্রশাসনকে বলে কোন কাজ হয় না। প্রশাসন স্থানীয় চকিদারদের দিয়ে এই সব অবৈধ বালু ব্যবসায়ীর গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নিলে হয়তোবা অবৈধ বালু উত্তোলন বন্ধ হতে পারে। এ ব্যাপারে কৃষক মোঃ আমিনুল ইসলাম জানান, আমরা ভয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কিছু বলতে পারিনা। আমরা অসহায়। এ ব্যাপারে শিবনগর ইউপির গ্রামবাসী ও কৃষকেরা দেবীপুর থেকে আমডুংগি হাট পর্যন্ত ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধকল্পে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

গোবিন্দগঞ্জে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ গাড়িতে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ২ জন কে আটক করেছে র‌্যাব। আটককৃত হলেন,বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের পুত্র চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দামকে (৩০) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম । 
শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। র‌্যাব-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের ফাসিতলা এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত অভিজিৎ চন্দ্র জিৎ বগুলাগাড়ী গ্রামের রনজিৎ চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (নামাপাড়া) এলাকার করতোয়া নদীর চরের একটি ভুট্টা খেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য সজীব আহমেদ খান বলেন, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে হঠাৎ বাড়ি থেকে অভিজিৎ চন্দ্র জিৎ নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। এরই মধ্যে শনিবার দুপুরের দিকে ওই নদী চরের ভুট্টা খেতে অভিজিৎ চন্দ্রের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।