পীরগঞ্জে বন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 21, 2024 | 3/21/2024 08:48:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ বন বিভাগের বিট অফিসে সামাজিক বন বিভাগের সার্বিক উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সামাজিক বন বিভাগ দিনাজপুর কর্তৃপক্ষ এর আয়োজনে “ফ্যাসিবিলিটি স্টাডি ফর ফরেস্ট সিস্টেম কনজারভেশন এন্ড ইকো টুরিজম ডেভলপমেন্ট অব গ্রেটার দিনাজপুর এন্ড রংপুর রিজিয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন ও বন বিভাগের উন্নয়নে কর্মশালায় বিভিন্ন প্রস্তাবণা ও সুপারিশ গৃহিত হয়। ওই সময় সামাজিক বন বিভাগ দিনাজপুর ও ঠাকুরগাঁও সহকারী বন সংরক্ষক অফিসার নূরুন্নাহার, ঠাকুরগাঁও ফরেস্ট রেঞ্জার ও রেঞ্চ অফিসার তাছলিমা খাতুন, সিনিয়র মৎস্য অফিসার খালেদ মোশারফ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ রনজিত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, ৫নং সৈয়দপুর ইউ’পি চেয়ারম্যান বিবেকানন্দ রায়, বিট অফিসার শাহাজাহান, জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোশাররফ হোসেন, স্থানীয় গন্যমান্য সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবানধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হলেন শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেন জাল্লাদুর ছেলে কবির হোসেন (৭১)।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালাছিড়া-সোভাগঞ্জ সড়কের বাদশার রাইচ মিলের পাশে ছোটব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কবির হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ওইস্থানে পৌঁছালে অপর একটি ট্রাক তাকে চাপায় দেয়।
এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন

পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্চাকারীদের প্রশিক্ষণ শুরু

পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্যা কারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল ২০ মার্চ শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। 
লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে স্থানীয় কাম টু ওয়ার্ক (সি টি ডব্লিউ) এর আয়োজনে সংস্থাটির হলরুমে প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির অডিটর মেহেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক চার্চিল। এ প্রশিক্ষণে ১২০ জন প্রতিবন্ধীদের পিতা ও মাতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ইনামুল হক চার্চিল প্রতিবন্ধী হওয়ার কারণগুলো তুলে ধরেন।প্রতিবন্ধীদের কিভাবে পিতা ও মাতারা পরিচর্যা করবেন তা প্রাকটিকেল করিয়ে দেখান।উপস্থিত প্রতিবন্ধী পিতা ও মাতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিজিওথেরাপিস্ট ইনামুল হক চার্চিল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

চিলাহাটি হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 19, 2024 | 3/19/2024 08:02:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : দেশের সর্ব উত্তরে চিলাহাটি- হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় ট্রেন চালু হওয়ার পর থেকে নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দর চালুর বাস্তবায়ন দেখছে দেশের কর্ণধাররা।
গত ২ মার্চ স্থলবন্দর সচিব চিলাহাটি সীমান্ত এলাকায় পরিদর্শনে এসে স্থানীয় সুধী মহলের সাথে আলাপকালে এ কথা গুলি বলেছেন। তিনি আরো বলেছেন, চিলাহাটি স্থলবন্দর হবে দেশের লাভজনক স্থলবন্দর। উপস্থিত সুধীজনদের জরুরি ভিত্তিক সংশ্লিষ্ট দফতরে একটি আবেদন করার কথা বলে তিনি বলেছেন, চিলাহাটি রেল স্টেশনে ইতিমধ্যে আইকনিক ভবন, ভিআইপি রেস্ট হাউজ, কাস্টম ইমিগ্রেশন চেক পোস্ট, ডিজিটাল রেলস্টেশন সহ স্থলবন্দর রূপান্তরের অবকাঠামো এখানে বিদ্যমান রয়েছে। অপরদিকে চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, দুইটি বাণিজ্যিক ব্যাংক, সরকারি ক্রয় কেন্দ্র, দ্বিতীয় শ্রেণীর ডাক বাংলোসহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি বিদ্যমান রয়েছে। এছাড়া চিলাহাটি থেকে রেল যোগাযোগ ৩টি বিভাগের সাথে সরাসরি চালু রয়েছে।
সড়ক পথেও মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সাথে যোগাযোগ বিদ্যমান। স্থানীয়রা দাবি তুললে সরকার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করবে। ডিজিটাল বাংলাদেশ গোড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চিলাহাটি স্থলবন্দর চালু করতে সরকারের একাধিক কর্মকর্তা অনেকবার এলাকা পরিদর্শন করেছেন। যেহেতু সরকার চিলাহাটির উপর দিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। এখনই সময় চিলাহাটি স্থলবন্দর চালু করা হোক এটাই এলাকাবাসীর দাবি। চিলাহাটি স্থলবন্দর দিয়ে স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে ভারত সহ নেপাল, ভুটান ও চীনের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাব। বদলে যাবে, এলাকার আত্মসমাজিক চিত্র।

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 18, 2024 | 3/18/2024 11:36:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকারও বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন রাবিনুর রহমান। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে পাড়িয়া ইউনিয়নের রাবিনুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। এসময় তার বসতবাড়ি থেকে ৪০৫পিচ এ্যাম্পোল ইঞ্জেশন, ৩শ পিচ ট্যাপনেটাডল ট্যাবলেট,২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০টি নিউরোবিওন ইঞ্জেকশন, ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাসন ট্যাবলেট, ১টি পুরাতন বাটন মোবাইল ফোন, ইন্ডিয়ান রুপি সহ মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৯৭ হাজার ১শ' টাকা। 
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দ্রুতই এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

চিলাহাটি ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, নাগেশ্বরী ৮, রৌমারী ১, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ১, চিলমারী ১, নিয়মিত মামলায় উলিপুর ৪, নাগেশ্বরী ১, কচাকাটা ৩, সিআর সাজা ওয়ারেন্ট মূলে চিলমারীতে ১ জন সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

চিলাহাটি ওয়েব ডেস্ক : জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি। রোগীরা শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 
রবিবার (১৭ মার্চ) ও সোমবার (১৮ মার্চ) জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা যায়, হাসপাতালের উত্তর পাশের নিচতলায় ডায়রিয়া ওয়ার্ডের শয্যায় এবং মেঝেতে রোগীর ভিড়। গত তিন দিনে এখানে শিশুসহ দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত ৭০ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন জেলার মঙ্গলবাড়ি গ্রামের ১৯ মাস বয়সের শিশু হোসাইন, ২২ মাস বয়সের ছিরাইয়া রানী, ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের ৮ মাস বয়সের নুশরাত বেগম ডায়রিয়ায় আক্রান্ত। শিশুদের মায়েরা জানান, হঠাৎ করে গত দুই-তিন দিন আগে থেকে পানির মতো বারবার পাতলা পায়খানা হচ্ছে। সঙ্গে দু-একবার বমি হওয়ায় সন্তানদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান তারা। 
সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের কৃষক আইয়ুব আলী, শহরের সবুজ নগর মহল্লার মাহফুজ রায়হান বলেন, হঠাৎ করে পাতলা পায়থানা ও বমি এবং এতে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এসে হাসপাতালে ভর্তি হয়েছি। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এবং ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা বেগম বলেন, গত কয়েক দিন থেকে ডায়রিয়ার রোগী বেশ বেড়েছে। শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কখনোই বন্ধ করা যাবে না। খাবার স্যালাইন খাওয়াতে হবে। প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিতে হবে। সাবান দিয়ে হাত পরিষ্কার করে শিশুদের খাবার দেওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া হয় বলেও তিনি মন্তব্য করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। শয্যার তুলনায় রোগী অনেক বেশি হওয়ায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সেবা দিচ্ছেন বলে তিনি দাবি করেন।