আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএনবি।
বুধবার (১১ অক্টোবর) রাতে চিলাহাটি রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর সদস্যরা তা উদ্ধার করে।
আরএনবি সূত্রে জানা গেছে- বুধবার রাতে নীলসাগর ট্রেন চিলাহাটির ১ নং প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে গন্তব্যস্থলে চলে যাবার পরে আরএনবির দুইজন সিপাহী খালি বগিগুলা চেক করার সময় "ঘ" বগীর উপরের বাঙ্কারে কফি কালারের একটা স্কুল ব্যাগ দেখতে পায়।
পরে চিলাহাটি আরএনবি'র অফিসার ইনচার্জ এএসআই মুহাম্মদ নেছারউজ্জামান সেগুলো জব্দ করে স্থানীয় সাক্ষীর উপস্থিতিতে আরএনবি অফিসে নিয়ে আসেন। ব্যাগের ভেতরে স্কচ টেপ মারা অবস্থান ৬ প্যাকেট গাঁজা দেখা যায়। যাহা ওজন ৩ কেজি।
এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিলাহাটি ইউনিট ইনচার্জ এসআই মুহাম্মদ নেছারউজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- আমি জব্দ তালিকা তৈরী করে সৈয়দপুর জিআরপি থানায় হস্তান্তর করি।