Home » , » চিলাহাটিতে মুক্তিযোদ্ধা হামিদুলের রাষ্ট্রীয় মর্যাদা দাফন

চিলাহাটিতে মুক্তিযোদ্ধা হামিদুলের রাষ্ট্রীয় মর্যাদা দাফন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, October 18, 2023 | 10/18/2023 01:47:00 PM


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকালে চিলাহাটির মুক্তিরহাটে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা এসি ল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
চিলাহাটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়বায়ক আব্দুর জব্বার কানু, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি আল-আমিন রহমান, চিলাহাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ.কে .এম শাহাদাত হোসেন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।