চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারি রাস্তার ইটের সলিং তুলে গোয়াল ঘরে নিয়ে গেছে এক ব্যক্তি। প্রতিবাদ করায় জুতো দিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে।
জানা গেছে- জেলার চিলাহাটির কেতকেবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় শামসুল হকের ছেলে মমিনুল ইসলাম ওরফে দুন্দ গত ১২ অক্টোবর দিবাগত ভোরে সরকারি রাস্তার ইটের সলিং তুলে বাড়িতে নিয়ে যায়।
এ সময় ফজরের নামাজ পড়তে আসা একই এলাকার মকবুল হোসেন দুন্দকে সরকারি সলিং এর ইট নিয়ে যাওয়ার বাধা দেওয়ায় দুন্দ তাকে স্যান্ডেল দিয়ে মারপিট করে। এ সময় তাদের চেঁচামেচিতে অনেক লোকজন জড়ো হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন- মমিনুল ইসলাম দুন্দ ভোর রাত থেকেই সরকারি রাস্তার সলিং এর ইট তুলে নিয়ে গিয়ে তার গোয়ালঘরে নিয়ে রাখে।
মকবুল হোসেন বলেন- সরকারি রাস্তার ইট নিয়ে যাওয়ার বাধা দেওয়ার আমাকে স্যান্ডেল দিয়ে মারপিট করে। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় মমিনুল ইসলাম দুন্দর গোয়াল ঘরে সরকারি ইট।
এ ব্যাপারে জানতে চাইলে - ডোমার উপজেলা নির্বাহী অফিসার জানান- এ ব্যাপারে আমাকে কেউ অভিযোগ করেনি, ব্যাপারটি এই প্রথম আপনাদের মাধ্যমে জানলাম।
মারপিটের ব্যাপারে জানতে চাইলে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- ইট চুরি কিংবা মারপিটের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।