Type Here to Get Search Results !

৯৫০ জন শিক্ষার্থী পেল শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো :দেশের সর্বউত্তরের জেলা জেলা হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আয়োজনে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার বিতরণ করা হয়। এসময় এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডিরেক্টর মজনু মোল্লার, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান রিয়েল, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবীর লায়ন বক্তব্য রাখেন এবং শিশু শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন। বক্তারা পঞ্চগড়ের গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিকতা বাড়াতে আহ্বান জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার বলেন, আমরা কবীর আঙ্কেলের মাধ্যমে একটি করে হুডি, স্কুল ব্যাগ, খাতা, কলম সহ অনেক কিছু পেয়েছি। আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে, আমরা খুব খুশি এসব পেয়ে। মনিরা বেগম নামে এক ষাটোর্ধ্ব নারী বলেন, আমি নাতীকে নিয়ে এসেছি। সে ব্যাগ, শীতের কাপড় সহ অনেক কিছু পেয়েছে। সে খুব খুশি আমরাও খুশি। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোসনা আক্তার বলেন, শিশুরা নতুন বছরে, নতুন ব্যাগ, শীতের কাপড় সহ শিক্ষা উপকরণ নিয়ে যাবে এটা সত্যিই আনন্দের। আয়োজক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য। প্রতিবছর যেন অব্যাহত থাকে এই কার্যক্রম। শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বলেন, গত দেড়যুগ ধরে শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করে আসছে। আমি ইতিপূর্বে একটি চা বাগানে চাকুরী করতাম। সেখানে চা শ্রমিকদের সন্তানদের দেখে আমি শিশুদের নিয়ে কাজ করা শুরু করি। বর্তমানে শিশুস্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদের কাপড় বিতরণ, নতুন টাকা দেয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies