আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জন নিরাপত্তা নিশ্চিত করা ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে গতকাল বুধবার বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকা বদরগঞ্জে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশারের নেতৃত্বে গোটা উপজেলায় নিয়মিত টহল, মোবাইল চেকপোস্ট স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও লোকালয়ে মাদক, অবৈধ অস্ত্র এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোতেও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে—এমন আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি হচ্ছে।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার ইতোমধ্যে বদরগঞ্জ উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করেছেন। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় করণীয় বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জানান, সকল ভোটকেন্দ্রের তথ্য হালনাগাদ করা হয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ক্যাপ্টেন বাশার আরও বলেন, বর্তমানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
