Type Here to Get Search Results !

বিরামপুরে অবৈধ ইটভাটায় জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর উপজেলার চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। 
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরামপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং র‍্যাব-১৩, দিনাজপুরের সদস্যরা। অভিযানে এমডিডি, এমডিবি, এমকেএম ও এসএ নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে এমডিডি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এমডিবি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, এমকেএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং এসএ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় স্থাপিত ইটভাটাগুলো অবৈধ। অভিযানকালে দেখা যায়, চারটি ইটভাটার কোনোটিরই জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেই। এছাড়া কাঁচামাটি সংগ্রহের ক্ষেত্রেও কোনো বৈধ অনুমতি নেই। কৃষিজমির টপ সয়েল কিংবা পাহাড় কেটে মাটি আনা হচ্ছে কি না, তারও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিকপক্ষ।” তিনি আরও বলেন, “এগুলো নিষিদ্ধ এলাকায় স্থাপিত। কারণ এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও হাসপাতাল রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।” অভিযান চলাকালে চারটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট করা হয় এবং মজুতকৃত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies