নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : শীত প্রধান উত্তরের জেলা পঞ্চগড়ে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালের আয়োজনে তিন শতাধিক বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই স্বাস্থ্য সেবা দেয়া হয়। পরে রোগীদের বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হয়।
স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
এসময় স্কয়ার ফার্মাসিউটিক্যালের রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার এসকে সাব্বিরুল ইসলাম, মেডিক্যাল অফিসার আজাদ হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই মানবসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের।
