নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলায় অসময়ে অতিবৃষ্টির কারণে রোপা আমন ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে। এতে আমন ধান উৎপাদনে ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিন টানা বৃষ্টিতে আমন খেতে পানি জমে যায়। বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় এবং ধান গাছের গোড়াগুলো নরম হওয়ায় উঠতি ফসল আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। অনেক আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়া কিছু আমন ধানে পচন ধরেছে।
সরেজমিনে বোদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কাঁচা-পাকা ধানের ক্ষেত মাটিতে নুয়ে পড়ার চিত্র।
স্থানীয় কৃষকরা জানান, জীবন-জীবিকার জন্য এই এলাকার
অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। চলতি রোপা আমন মৌসুমে খরা আর বন্যাসহ নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে এবার বোদা উপজেলায় প্রায় এক লাখ ২৪ হাজার ৬ শত হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা। ইতোমধ্যে এই ক্ষেতের ধান বড় হতে শুরু করেছে। কোথাও কোথাও তা পাকতেও দেখা গেছে। এ অবস্থায় অসময়ে ভারী বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়ায় অভাবনীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার সদর ইউনিয়নের সুতারপাড়া এলাকার শরিফুল কিনু নামের এক কৃষক বলেন, এ বছরে তিন বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। প্রথমের দিকে বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। এরপর গত দু’দিনের বৈরী আবহাওয়ার কবলে ৩০ ভাগ ধান মাটির সঙ্গে মিশে গেছে।
উপজেলার পাচপীর ইউনিয়নের কৃষক হুমায়ুন কবির জানান, সম্প্রতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়ার কারণে ২০ বিঘা জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে । এ কারণে চরম দুশ্চিন্তায় হতাশ হয়ে পড়েছি।
মাড়েয়া ইউনিয়নের কৃষক মহব্বত হোসেন জানান, প্রায় পাচ বিঘা জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। এমন অবস্থায় ধান গাছ বোপন সহ সার বীজ বাকিতে নেয়ার যে খরচ তা পরিশোধ করতে হিমশিম খেতে হবে।
বোদা কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী বলেন, ধান গাছ হেলে পড়ে যাওয়ায় ক্ষুদ্র চাষিরা বিশেষ আশঙ্কার মধ্যে আছে। বোদা উপজেলায় ৯৬ হেক্টর ধানক্ষেত নুয়ে পড়েছে এবং ১০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছি। কিছু ক্ষেতের গাছ ‘লজিং আপ’ করলে রক্ষা পাবেন কৃষকরা। এ নিয়ে মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
