Type Here to Get Search Results !

পীরগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার পীরগঞ্জ প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করেন। প্রাণী সম্পদে উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক গবাদী পশু লালন পালন কৌশল অবহিত করা, উন্নতজাতের পশুপাখি লালন পালন করা সহ প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে গ্রামীণ জনপদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে খামারীদের বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া হয়। শহরে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রণজিৎ চন্দ্র সিংহ, ডাঃ সানজিদ হাসান, জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, এনসিপি পার্টির ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক আবু হাসান, খামারি নুর আলম প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies