ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।এ অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সঠিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে। ডিবির তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম প্রথম অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে। সেখানে তল্লাশি চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনায় যুক্ত থাকা ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে আরও ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবির বিশেষ টিম। দুই অভিযানে মোট ৫ সদস্যের পুরো চক্রটিকেই চিহ্নিত ও আটক করা সম্ভব হয়। অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থ লেনদেনে ব্যবহৃত ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি মনিটর জব্দ করা হয়। এসব ডিভাইস ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম পরিচালনা করছিল বলে জানা গেছে। ডিবি সূত্র জানায়, এই চক্রটি মোবাইল অ্যাপ, অনলাইন পেমেন্ট চ্যানেল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনা করছিল। এর মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ডিবি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
11/24/2025 11:14:00 PM
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।এ অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সঠিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে। ডিবির তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম প্রথম অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে। সেখানে তল্লাশি চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনায় যুক্ত থাকা ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে আরও ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবির বিশেষ টিম। দুই অভিযানে মোট ৫ সদস্যের পুরো চক্রটিকেই চিহ্নিত ও আটক করা সম্ভব হয়। অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থ লেনদেনে ব্যবহৃত ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি মনিটর জব্দ করা হয়। এসব ডিভাইস ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম পরিচালনা করছিল বলে জানা গেছে। ডিবি সূত্র জানায়, এই চক্রটি মোবাইল অ্যাপ, অনলাইন পেমেন্ট চ্যানেল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনা করছিল। এর মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ডিবি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ
