Type Here to Get Search Results !

খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে ও দীক্ষা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। 
বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মো: সাদ্দাম হোসেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুরু হয় ও ভালোভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: এনামুল হক , সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক জনাব মো: সৈকত হোসেন (এএল টি) জেলা কাব লিডার জনাব মো: মাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটস-এর সম্পাদক জনাব আবু সালেহ সরকার,উপজেলা কাব লিডার জনাব মো: আহসান হাবীব, উপজেলা কাব কমিশনার জনাব মো : আতিয়ার রহমান প্রামানিক,বিদ্যুৎসাহী সদস্য জনাব নরুল আনাম,শিক্ষা অনির্বাণ বাংলাদেশ,ব্যবস্থাপনা পরিচালক,প্রগতি টাওয়ার, ঢাকা। আরো উপস্থিত ছিলেন ইমরুন নেহার,এ এল টি, চিরিরবন্দর,মুনমুন মেহেদী, ইউনিট লিডার,পার্বতীপুর।আরো উপস্থিত ছিলেন জমি দাতা সদস্যরা, নূরুল হুদা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,নূরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক জনাব মো: ইকবাল হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ অসংখ্য সূধীজন। নবাগত কাব সদস্যদের দীক্ষা প্রদান করেন কাব স্কাউট লিডার জনাবা মোছাঃ আনজুমান আরা। অনুষ্ঠানের শেষ ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে কাব সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।ক্যাটাগরি গুলো শ্রেষ্ঠ কাব শিশু, সেরা শিক্ষার্থী ও সেরা মা।কাব হলিডে তে অংশগ্রহণ কারী সকল কাব শিশু কে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।ইউনিটের কাব স্কাউট লিডার মোছা : আনজুমান আরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন যে সকল কাব শিশুদের নিয়ে,সেসকল কাব শিশু কে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনায় ও সম্পাদনে নিরলসভাবে কঠোর পরিশ্রম করেছেন ইউনিট লিডার ও সম্পাদক আনজুমান আরা এবং সভাপতি ও প্রধান শিক্ষক - লায়লা আক্তার,বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, নূরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাবা ইয়াসমিন আরা, , আল - আকসা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: আশরাফুজ্জামান আশিক,সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি পরিবেশ ও বিজ্ঞান ক্লাব, দিনাজপুর সরকারি কলেজ, সেলিম আল দিন রিয়াদ সভাপতি খোলাহাটি তরুণ সমাজ,সাহায্য করেছেন স্বেচ্ছাসেবক সোহান কে দিয়ে। কঠোর পরিশ্রম করেছেন এই বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আকরাম হোসেন, আয়া রিণা রানী। অবশেষে শাপলা কাব অ্যাওয়ার্ড - ২০২৫ এ অংশগ্রহণ কারী ৯ জন কাব শিশুর জন্য ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারী শিশুদের জন্য দোয়া ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এর জন্য দোয়া ও শুভ কামনা জানানোর মাধ্যমে প্রোগ্রাম টি শেষ হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies