Type Here to Get Search Results !

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক এবং পরবর্তীতে থানায় হস্তান্তর। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৬২০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রাণীনগর বিওপির টহলদল কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সীমান্ত পিলার ২৯৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে মহগ্রাম নামক গ্রামের মাঠের মধ্যে একজন মহিলার গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহলদল কর্তৃক তাকে আটক করা হয়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আটককৃত ব্যক্তির নাম সায়েদা বেগম (৬৬), স্বামী- মৃত আজিজ, গ্রাম-দেবদাস নগর (আমির রোড), ডাকঘর- জয়পুর, থানা- ট্রিপোলিয়া, জেলা- জয়পুর (ভারত) এবং সে পারিবারিক কারণে প্রায় ০৭ দিন পূর্বে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে সে গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে রাণীনগর বিওপির টহলদল কর্তৃক তাকে আটক করা হয়। উক্ত আটককৃত ভারতীয় নাগরিককে দিনাজপুর জেলার বিরামপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies