উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উলিপুর শহীদ মিনার চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ২৭ কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাস আলী সরকার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতীর ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু যারা নষ্ট রাজনীতির লালন করেছে। এছাড়াও তিনি আরও বলেন, ইসলামী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে এদেশের জনগণের জানমালের নিরাপত্তা ও চিকিৎসা সহ সকল ধরনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল গুলো কখনো চুরি ও ডাকাতির সাথে সম্পৃক্ত থাকবেনা। সবাইকে কেদ্রের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান মিয়া,
সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নুর মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির (লিটন)। এছাড়াও বক্তব্য রাখেন, এসএম রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন, আশিকুর রহমান, মাওলানা জুবায়ের হাসান, ইউনুছ আলী প্রমুখ।
উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান।
