Type Here to Get Search Results !

পাকেরহাট জিয়া মাঠে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ঐতিহ্যবাহী পাকেরহাট জিয়া মাঠে ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে বোদা টু স্টার ক্লাব ২–০ গোলে সেতাবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ব্যারিস্টার শফিকুল ইসলাম। পাকেরহাট যুবসমাজ ফুটবল একাডেমির সভাপতি মোফাজ্জল হোসেন মোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। মাঠ জুড়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies