Type Here to Get Search Results !

বিরামপুরে চায়না দুয়ারী জাল উচ্ছেদ অভিযান: দেশীয় মাছের সঙ্কট বাড়ছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার ভগবতিপুর ও ছোট যমুনা নদী এলাকায় মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৪টি এবং ফিক্সড ইঞ্জিন জাল ২টি জব্দ করা হয়েছে। পলিপ্রয়াগপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আনিসুর রহমানের ফিক্সড ইঞ্জিন জাল নদীতে বসানো অবস্থায় ধরা পড়ে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, পলিপ্রয়াগপুর ইউনিয়নের ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নিষিদ্ধ জাল নদীতে বসানোর অপরাধে আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল এবং ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে দাহ করা হয়, যাতে এ ধরনের অপরাধ প্রতিহত হয়। তবে উদ্বেগজনক বিষয় হলো, উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদীতে এখনও নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে। বিশেষ করে খানপুর ইউনিয়নের দিগলচান্দ, আশুরার বিল, বিনাইলের খাড়ি, দেশমা, পাঠন চড়া ও ছোট যমুনা নদীর তীরবর্তী জলাশয়গুলোতে এই অবৈধ কার্যক্রম চোখে পড়ছে। মৎস্য কর্মকর্তাদের যথাযথ তদারকির অভাবে দেশীয় মাছের সংখ্যা ক্রমেই কমছে, যা স্থানীয় মৎস্যজীবী ও জনগণের জন্য বড় উদ্বেগের কারণ। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট ছোট মাছও নিঃস্ব হয়ে যাচ্ছে, ফলে নদী ও খালের মাছের প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, যাতে মাছ সংরক্ষণ ও মৎস্য শিকার নিয়ন্ত্রণ সম্ভব হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies