নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পাথরাজ নদী থেকে ভাসমান অবস্থায় সমিজা খাতুন (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার উপজেলার দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার পাথরাজ নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নদীর ধারে ছাগল বাধঁতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
সমিজা মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায়। তিনি ওই এলাকার বিশা মোল্লার মেয়ে।
জানা গেছে, মৃগী রোগে আক্রান্ত হওয়ায় প্রায় ১০ বছর আগে বিয়ে হলেও স্বামীর সাথে বিচ্ছেদ হয় তাঁর। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশেই পাথরাজ নদীর পাড়ে ছাগল বাধঁতে গিয়ে আর বাড়ি ফিরেননি সমিজা খাতুন। পরে রাতে পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও কোন খুঁজে পাননি।
পরে সোমবার পাথরাজ নদীর কিনারে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে৷ পরে ঘটনাস্থলে গিয়ে সমিজার পরিবারে সদস্যরা মরদেহটি সমিজার বলে নিশ্চিত করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা নদীর পানি থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।