Type Here to Get Search Results !

স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা সৌরাভের

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সৌরাভ আলী (৫০) মলমপার্টির ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন।
অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের মাধ্যমে নিরাপদে বাড়ি ফিরে যান। ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিরামপুর–ফুলবাড়ী মহাসড়কের দক্ষিণ অংশে বাসস্ট্যান্ডের পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌরাভ আলী সকালে বাড়ি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে আমবাড়ি হাটে যাচ্ছিলেন।
যাওয়ার পথে বাসে ওঠার পর এক যাত্রী তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সুযোগ বুঝে ট্যাবলেট জাতীয় কিছু খেতে দেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাছে গেলে দেখা যায়, তার মুখে ফেনা এবং সঙ্গে কোনো টাকা-পয়সা বা ব্যাগ নেই। পরে তারা পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান ফেরার পর সৌরাভের চাচাতো ভাইয়ের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে বাড়ি নিয়ে যান।
চাচাতো ভাই বলেন, “সৌরাভ গরু কেনার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বের হয়েছিল। মলমপার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে আছে, এটাই আমাদের জন্য বড় স্বস্তি।”
চেতনা ফিরে পাওয়ার পর সৌরাভ আলী জানান, “একজন অপরিচিত লোক আমাকে ট্যাবলেট জাতীয় কিছু খেতে দেয়। তারপর কী হয়েছে কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি, চারপাশে লোকজন।” স্থানীয় সচেতন মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মলমপার্টির তৎপরতা বেড়ে গেছে। তারা বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রেন ও বাজারে কৌশলে সাধারণ মানুষকে অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে জনসচেতনতা বাড়াতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies