শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ সোমবার সকাল ১১টায়
পীরগঞ্জ পৌর এলাকার গুয়াগাঁও নামক স্থানে একটি ক্লাবের জমি রক্ষায় মানববন্ধন ও
প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। পৌর এলাকার গুয়াগাঁও গুডলাক স্পোটিং ক্লাব এর দলিল
মূলে ক্রয়কৃত বৈধ জমি গভীর রাতে দখল করে নেওয়ার চেষ্টার প্রতিবাদে ক্লাব
কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন ক্লাবের সামনে মানববন্ধন করা সহ প্রতিবাদ সভা করেন।
ক্লাব কর্তৃপক্ষ তাদের জমি রক্ষার্থে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঠাকুরগাঁও
আদালতে নিষেধাজ্ঞার মোকদ্দমা করেন। মামলা নং- এমপি ৩৮৬/২৫। উক্ত মোকদ্দমায় আদালত
১৪৪ ধারার আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অমান্য করে এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র
দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন এর পুত্র হিমেল, মৃত সলিম উদ্দীন এর পুত্র জহির
উদ্দীন, মৃত আব্দুল জব্বার এর পুত্র জিয়ারুল, মৃত সোলেমান আলী এর পুত্র ফজলুল করিম
সহ বেশ কিছু লোকজন গভীর রাতে গুডলাক স্পোটিং ক্লাবের ক্রয়কৃত সম্পত্তি
রবিবার গভীর রাতে জবর দখল করার চেষ্টা করায় ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জমি
জবর দখল কারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হয়। বক্তব্য দেন ক্লাব কর্তৃপক্ষ সাইদুর রহমান, তৈয়মুর ইসলাম নবাব, সাব্বির
হোসেন শ্যামল, রাজিউর রহমান রাজা, মনতাজ আলী প্রমুখ।