Type Here to Get Search Results !

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৭


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষক সহ ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পাচঁটায় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এই ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
এছাড়া ১২ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ঘটনার পরপরই দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উত্তেজিত শিক্ষার্থীরা দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় সড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। জানা যায়, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মধ্যকার আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয় বিকেল চারটায়। খেলায় গোল শুন্য হলে ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল দল। খেলা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংষর্ঘ ঘটে।
এসময় শিক্ষক সহ ১৭ জন শিক্ষার্থী আহত হয়। এসময় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু উত্তেজিত শিক্ষার্থী দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নাম ফলক ও বিদ্যালয়ের ভেতরে ভবনের জানালার কাঁচ ভাংচুর করে। পরে উল্টো তারাও ইট পাটকেল নিক্ষেপ করে দেবীগঞ্জ ডোমার মহাসড়ক অবরোধ করে রাখে।
দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসতেছিল। এসময় তাদের উপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের ৭ জনের মত শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মুল গেট লাগিয়ে ভেতরে ছিল। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। তবে আমাদের কয়েকজন গিয়ে তাদের বিদ্যালয়ের কিছু কাঁচ ভেঙ্গেছে।
দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের দুইজন শিক্ষক সহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বপূর্ণ কুমার সাহা বলেন, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বেশিরভাগই হাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আন্ত:বিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। দুইটি বিদ্যালয়ের গিয়ে শিক্ষার্থী সহ সকলকে শান্ত করা হয়েছে। 
বিষয়টি সমাধান করা হয়েছে। দুই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে চলে গেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies