ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে করে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে ব্যাপারে উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে পূজা পালনের ক্ষেত্রে সম্প্রীতি বজায় রেখে জেলার দুর্গা মন্দিরগুলোতে আমাদের স্বেচ্ছাসেবক টিম নিয়োজিত থাকবে। তারা পালা বদলে মাঠে কাজ করবেন।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সঞ্জিত কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিপুল কুমার দাস, সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার দাস, উপজেলা সদস্য সচিব প্রভাত চন্দ্রসহ অনেকে।
এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।