নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর বুধবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার ১ং ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির আয়োজনে ২ হাজার বৃক্ষ চারা বিতরণ, বৃক্ষরোপণ করা হয়েছে এবং ২০ কেজি মৎস পোনা অবমুক্ত করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জনাব,আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিতে থেকে এসকল বৃক্ষ চারা বিতরণ ও রোপন করেন এবং মৎস পোনা অবমুক্ত করেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।