অজয় সরকার, পাবর্তীপুর প্রতিনিধি: পরীক্ষার ফি না দেওয়ায় পরীক্ষা হলে এক ছাত্রীর সাথে অসৌজন্যমুলক আচরণ করেছে সহকারি শিক্ষক (বিএসসি) মিজানুর রহমান।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, দিনাজপুর জেলার পাবর্তীপুর প্রাণ কেন্দ্রে অবস্থতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী ১ সেপেম্বর সকালে ইংরেজী ১ম পত্রের পরিক্ষা দিতে গেলে পরীক্ষা চলাকালিন স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান রুমে প্রবেশ করে পরীক্ষার ফি না দেওয়ায় ওই ছাত্রীর সাথে অমার্জিত ভাষায় কথা বলেন। এ সময় ছাত্রীটি কেঁদে বাড়িতে চলে আসে তার পিতা মাতাকে অবহিত করে। এ কারনে গত বৃহস্পতিবার থেকে পরীক্ষা দিতে যাচ্ছে না। এব্যাপারে স্কুলের পরীক্ষার রুমে দাযিত্ব থাকা দুইজন শিক্ষক বলেন এভাবে রুমে ঢুকে সরাসরি পরীক্ষ চলাকালিন সময় সবার সামনে এভাবে অসৌজন্যমুলক আচরন করা ঠিক হয়নি। তার পরিক্ষা ফি বাকি আছে ভাল কথা, পরে ছাত্রীটিকে ভাল ভাবে বলতে পারতো। বিযয়টি নিয়ে প্রধান শিক্ষক মানিক কুমার বলেন, এটা তিনি বলতে পারেন না। পরে আমি জানতে পারলাম উক্ত ছাত্রী ইংরাজী ২য় পত্র পরিক্ষা দিতে আসেনি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক বলে আমি মনে করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।