এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর দিন বিকেল থেকে রাত পর্যন্ত ভেড়ভেড়ী, আংগারপাড়া ও গোয়ালডিহি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন তাঁরা। এসময় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশ ও সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, এবছর খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৩৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।