আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন রিক্সা, ভ্যান,ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোখলেছুর রহমানকে (৪৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরে বালুয়াভাটা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরশহরে আদর্শ গ্রামের জামায়াত নেতা মোখলেছুর রহমান সকাল বেলা ঘরে ঘুমিয়ে ছিলেন। ঠিক তখন পাশের বাসার নয়ন মিয়া নামে এক যুবক তার বাসায় জ্বালানি খড়ি কাটছিলেন। এসময় প্রতিবেশি যুবক সিফাত ইসলাম নয়নের বাসায় এসে দুষ্টমীর সুরে উচ্চস্বরে চিল্লাচিল্লি করলে মোকলেছুরের ঘুম ভেঙ্গে যায়। একপর্যায়ে তিনি বাইরে এসে দুজনকে সজোরে কথা বলতে নিষেধ করলে সিফাত ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর কিছুক্ষণ পর সিফাত মোখলেছুর রহমান মালেকের মোড় নামক স্থানে হাতের নাগালে পেয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আশেপাশে লোকজন ছুটে এসে আহত মোখলেছুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে। সেইসাথে উত্তেজিত জনতা সিফাতকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, আটককৃত সিফাত একজন উগ্র মেজাজি ও বখাটে ছেলে। সে প্রায় সময় কারণে অকারণে মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তো। আমরা তার উপযুক্ত বিচার চাই।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, ঘটনার পরপর অভিযুক্ত সিফাতকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে।