Type Here to Get Search Results !

হাকিমপুরে সাবেক চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে বিক্ষোভ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। চেয়ারম্যান পদে পুনরায় ক্ষমতায় ফেরার পাঁয়তারা শুরু করায় ইউনিয়নবাসী ক্ষোভে ফেটে পড়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয়দের অভিযোগ, কাওছার রহমান কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন আবার শান্তিপূর্ণভাবে পরিষদে বসতে চাইছেন। ইউনিয়নবাসী জহুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। সেই দলের সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও অবৈধ চেয়ারম্যান। তিনি কারচুপি করে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর চেয়ারে বসার চেষ্টা আমরা মেনে নেব না। চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, কাওছার তার সময়ে বহু নিরীহ মানুষকে অত্যাচার করেছেন। তিনি একজন ভূমিদস্যু। হয়রানি করে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমরা তাকে আর ক্ষমতায় বসতে দেব না। শালখুরিয়া গ্রামের শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কাওছার রহমান বিগত ৫ আগস্ট হাকিমপুরে দুটি হত্যা মামলার আসামি, জেল খেটেছেনও। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, সেখানে একজন নির্যাতনকারী চেয়ারম্যানকে চেয়ারে বসতে দেব না। প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা ঘোষণা দেন— পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies