Type Here to Get Search Results !

দিঘির নাম রাজার দিঘি

নজরুল ইসলাম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পৌরাণিক যুগ থেকেই উত্তরের এই জনপদের পানি সংকটের কথা সর্বজনবিদিত। অতীতের পানি সংকট নিরসনে রাজা-মহারাজারা বহু দিঘি খনন করেছিলেন এই এলাকায়। সেই সময়ে দুর্ভিক্ষ ও পানির অভাব দেখা দিলে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর খাদ্যের বিনিময়ে প্রজাদের কর্মসংস্থান ও পানীয় জলের সুবিধার্থে পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরে একটি দিঘী খনন করেন। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই দিঘি খনন করায় তার নাম অনুসারে এই দিঘীর নাম রাখা হয় রাজার দিঘি। প্রায় চার একর জমির উপর এই রাজার দিঘী খনন করা হয়। এলাকাবাসি ও ইতিহাস মতে বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাত ১৯০০ থেকে ১৯১০ সালের মধ্যে যে কোন সময়ে এই দিঘি খনন করা হয়েছিল। ইতিহাস মতে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ জন্মগ্রহন করেন ৪ই অক্টোবর ১৮৬২ আর মৃত্যুবরণ করেন ১৮ই সেপ্টেম্বর ১৯১১ সালের দিকে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলায় ১৯০৬ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়টি এখন দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। জানা গেছে, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহন করেন এবং ১৮৭৮ সালে তিনি কলকাতার ধর্ম ও সমাজসংস্কারক কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেন। স্থানিয় জীতেন্দ্র নামের এক ব্যক্তি কিছুদিন এই দিঘিটি সরকারের কাছ থেকে লীজ নিয়ে মাছ চাষ করতেন। পরবর্তীতে এরশাদ সরকারের সময়ে এই দিঘিটি ৯৯ বছরের জন্য বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ কে লীজ প্রদান করার হয়। এখনো ওই শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছে দিঘিটি। এখনো দিঘির পরিস্কার পানিতে এলাকাবাসিরা গোসল করে, , কাপড়-চোপড় ধুয়ে পরিস্কার করে এমনকি আশেপাশের গৃহিণীরা থালা-বাসানও ধুয়ে নিয়ে যায় এই দিঘির স্বচ্ছ পানিতে। এক সময় দিঘীর চার পাড়ে আড্ডা দিতো এলাকার সব বয়সী মানুষজন। জ্যোৎস্না রাতে দিঘীর পাড়ে দাড়িয়ে, দিঘির স্বচ্ছ জলে চাঁদের মোহনীয় দৃশ্য উপভোগ করতো এখানকার মানুষ। এখন দিঘীর চারপাশে উচু ভবন নির্মিত হওয়ায় এর সৌন্দয্য কিছুটা ম্লান হয়ে গেছে। এখন এই দিঘিতে দুর্গাপূজার সময় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies