Type Here to Get Search Results !

বদরগঞ্জ জামায়াতে ইসলামীর মন্দির পরিদর্শন

আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামাতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ গতকাল ২৭ অক্টোবর বিকেলে আসন্ন সারদিয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বদরগঞ্জ বারোয়ারি কালী মন্দিরে মতবিনিময় করেন ও তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় জামাত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম পৌর আমির মাওলানা মাহফুজের মাহফুজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা শাহিনুর রহমান,বারোয়ারি কালী মন্দিরের সহ সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পোদ্দার, অনুপ পোদ্দার, ডিজেল সাহা,মদন আগারওয়াল সহ বারোয়ার কালী মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের সদস্য বৃন্দ। জামাত নেতৃবৃন্দের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে সার্বিক বিষয় আলোচনা করেন হিন্দু সম্প্রদায়ের উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies