ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভা চত্বরে এসব গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্টের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই উদ্যোগের ফলে শহরে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠবে, শহরের সৌন্দর্য বাড়বে এবং পৌরবাসীর জীবনমান উন্নত হবে।
তিনি আরও আহ্বান জানান, পৌরসভার নাগরিকদের দায়িত্বশীল হতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত আবর্জনা সংগ্রহ ও যথাযথ অপসারণের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে এসব গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।