শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ বৃহস্পতিবার পীরগঞ্জ সবুজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মা / অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হয়। শিক্ষার গুনগত মানোন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিত করা ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ
করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী
ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান সভায় সভাপতিত্ব করেন। দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন,
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি জাহিদুর
রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,
জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির বাবলুর রশিদ, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান ও গুণি শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমুখ। উক্ত বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন
রাখতে প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও অন্যান্য শিক্ষকরা নিরলস ভাবে কাজ
করছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।