নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায়, স্থানিয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের পুঠিমারী আদিবাসী পল্লীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (সাঁওতাল সম্প্রদায়ের) সদস্যদের সাথে এক উঠান বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের পরিচালক মিজানুর রহমান। পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো. বাদল ইসলাম ও সাংবাদিক নজরুল ইসলাম। সভায় আদিবাসি সম্প্রদায়ের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা,স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার,বাল্য বিয়ে ও মাদকের কুফল সর্ম্পকে ধারণা প্রদান এবং তাদের শিশুদের সুশিক্ষায় শিখিত করতে স্কুলে পাঠানোর পরামর্শ প্রদান করা হয়।উঠান বৈঠকে পুঠিমারি আদিবাসি পল্লীর ৪০ টি পরিবারের ৮০ জন নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।