Type Here to Get Search Results !

উলিপুরে প্রতিমা ভাংচুর শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই

খালেক পারভেজ লালু, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি : সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় “প্রতিমা ভাংচুর” শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সচেতন মহলসহ সুধীজন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,কুড়িগ্রাম জেলা শাখার , সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন “উলিপুরে প্রতিমা ভাংচুর” শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই। প্রকৃত ঘটনা হলো—দুর্গাপূজার প্রতিমা বহনকারী একটি গাড়ি থেকে পৌর টোল আদায়কে কেন্দ্র করে কিছুটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাধান করা হয়েছে।” এ প্রসঙ্গে উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, “ঘটনাটি মূলত একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ছিল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হয়েছে। প্রতিমা ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।” এদিকে সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে এমন মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies