Type Here to Get Search Results !

কাহারোলে কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে আগামী মাসের ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার । ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে এবং এই ভ্যাকসিন শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ সভায় জানান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের সকল স্কুল ও মাদ্রাসা গুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে জানিয়েছেন। এক ডোজের ইনজেকটেবল এই টাইফয়েড টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে বলে তিনি জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies