Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণে ভিত্তিহীন অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়ম নিয়ে লিখিত অভিযোগকে ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে প্যানেল চেয়ারম্যান সহ ইউপি সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তারা অভিযোগ করে বলেন, চন্দনবাড়ি ইউপি'র ভিডাব্লিউবি কার্ডের অনিয়ম নিয়ে সংরক্ষিত ইউপি সদস্য লাভলী বেগম (১, ২, ৩ ওয়ার্ড) যে অভিযোগ করেছেন তা মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন৷ আমরা এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপি সদস্য লাভলী আক্তার নিজে আর্থিক লেনদেন করে অনেককে ভিডব্লিউবি কার্ড দিতে চেয়েছেন। কিন্তু দিতে না পারায় এখন মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন। মূলত ভিডিব্লিউবি কার্ডের জন্য ইউনিয়ন জুড়ে মাইকিং করা হয়। এতে মোট ৮০৯ জন আবেদন করে ২৭৫ জন পেয়েছে। আর কাগজপত্র যাচাই-বাছাই করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন। এখানে কোন ইউপি সদস্য জড়িত ছিলেন না। তবে অনেকে তথ্য গোপন করে আবেদন করায় তালিকা প্রকাশের পর জানা যাচ্ছে বলে আবেদনকারীদের অনেকে সচ্ছল। কিন্তু যে পরিপত্র দেয়া হয়েছে এর বাইরে যাওয়া কারো কোন উপায় ছিল না। কোন ইউপি সদস্য কাউকে ইচ্ছা করে কার্ড দেননি বা কাউকে বাদ দেননি। মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন সব করেছে সেখানে শুধু ইউপি সদস্যরা সহযোগিতা করেছেন। কিন্তু সব বদনামের ভাগী এখন আমাদের হতে হচ্ছে। যারা এসব মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মামুন উর রশীদ জুয়েল, আব্দুল মমিন, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies