আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : আজ ৯আগষ্ট বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত আদিবাসী দিবস
উদযাপিত হবে। বিশ্বের ৫টি মহাদেশের ৯০টি দেশে ৪০কোটির
অধিক আদিবাসীদের মতো বাংলাদেশে বসবাসকারী ৩০লাখেরও
বেশি ক্ষুদ্র নৃ-গোষ্টির জনগন তাদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়ার
আহবান জানিয়ে এবারও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক
আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
তবে
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এদেশে
বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল, গারো, হাজং, কোচ,
মনিপুরী, মালি, খাসিয়া, রাখাইন ও রোহিঙ্গা ইত্যাদি অন্যান্য
বছরের মত জমকালো অনুষ্ঠানের আয়োজন না করে তারা ঘরোয়াভাবে
এবার আদিবাসি দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
তাই
রংপুরের বদরগঞ্জেও নিভৃত চুপিসারে পালন করা হবে আন্তর্জাতিক
আদিবাসি দিবস
আদিবাসীর পরিচয় ও দিবসের মূল উপাদানঃ
আদিবাসী জনগনকে প্রাথমিক দিকে প্রথম জাতি, পাহাড়ী
জনগোষ্ঠি, আদিম মানুষ, উপজাতি প্রভৃতি নামে চিহিৃত করা
হত।
আদিবাসী শব্দটির প্রকৃত সংজ্ঞা ও তাদের অধিকার নিয়ে
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রচুর। আদিবাসীর
ইংলিশ শব্দ হচ্ছে (Indigenous People)।
আদিবাসী হচ্ছে তারা যারা
সৃষ্টির শুরু থেকে একটি নির্দিষ্ট রাষ্ট্রে বংশানুক্রমে বসবাস
করছে এবং যারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সামাজিক ও
রাজনৈতিক অবস্থান এবং আইনগত প্রতিষ্ঠানসমুহ নিজেদের
আয়ত্ব করে ধরে রাখে সাধারণত তাদেরকে আদিবাসী বলা হয়।
এছাড়াও কোন একটি নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা
দখলদার জনগোষ্ঠির আগমনের পুর্বে যারা বসবাস করত, এবং
এখনো করে যাদের নিজস্ব আলাদা সংস্কৃতি, রীতিনীতি ও
মুল্যবোধ রয়েছে, যারা নিজেদের আলাদা সামষ্টিক সমাজ,
সাংস্কৃতির অংশ হিসেবে চিহিৃত করে এবং বেশির ভাগ ক্ষেত্রে
যারা সমাজে সংখ্যালঘু হিসেবে পরিগনিত, তারাই আদিবাসী।
তবুও আদিবাসী ও উপজাতির বিতর্কিত নাম ও পদবী নিয়ে
বাংলাদেশের আদিবাসী নেতারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে
আন্দোলন ও সংগ্রাম করে আসছেন। ওইসব নেতাদের দাবী
অতিবিলম্বে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে আদিবাসী স্বীকৃতি
দেওয়া হোক।
সেইসাথে অবহেলিত আদিবাসীদের উদ্বেগের প্রতি
সদয় দৃষ্টি দিয়ে তাদের ভাগ্যন্নোয়ন পরিবর্তণে সহায়তা করা
হোক।
আদিবাসীর অবস্থানঃ
জাতি সংঘ সাধারণ পরিষদ ১৯৯৪সালে রেজুলেশন ৪৯/২১৪ গ্রহণ
করে এবং ১৯৯৫ সালের ৯আগষ্ঠকে আন্তর্জাতিক আদিবাসী
দিবস ঘোষনা করার পর এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার
জন্য সদস্য রাষ্ট্রসমুহকে আহ্বান জানায়। এরপর থেকে ২৯বছরে
বৈশ্বিক পর্যায়ে অনেক সাফল্য অর্জিত হয়েছে।
সর্বশেষ
২০১৪ সালে সাধারণ পরিষদের বিশ্ব আদিবাসী সম্মেলন আয়োজন
এবং এ সম্মেলনে ঐতিহাসিক “আউটকাম ডকুমেন্ট” গ্রহণ
বিশেষভাবে উল্লেখ্য যোগ্য। সেই থেকে ৯আগষ্ট আন্তর্জাতিক
আদিবাসী দিবস উদযাপিত হয়ে আসছে। প্রতি বারের ন্যায়
এবারেও বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বিভিন্ন আদিবাসী
সংগঠন এই দিবসটি পালন উপলক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে।
কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও আদিবাসীদের
স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই ১৯৯৪সাল
থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা
প্রথা চালু হয়।
আদিবাসীদের নিজস্ব সংস্কৃতিঃ
সারাদেশের ন্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া, বিঞ্চুপুর ও
গোপিনাথপুর ইউনিয়নের মোট ২৬টি গ্রামের প্রায় সাড়ে
১৫হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অংশ আদিবাসীরা এই দিবসটি
উদযাপন করার জন্য পুর্ব প্রস্তুতি নিয়েছে।
এবিষয়ে গতকাল শুক্রবার
উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বড়পাড়া আদিবাসী গ্রামের
যুবক ইউলিয়াম কুজুর বলেন, ৯আগষ্ট আদিবাসী গ্রামের মানুষ
উৎসব মুখরীত পরিবেশে তাদের নিজস্ব সংস্কৃতি মেলে ধরবে। যার
ফলে মুখরীত হয়ে উঠবে সেখানকার আকাশ বাতাস। সেইসাথে
আদিবাসী তরুনীরা নিজেকে বিবর্ণ রঙ্গে সাজিয়ে দং, লাগড়ে,
দাসাই, কারমা ও বাহা নৃত্ত পরিবেশন করে মাতিয়ে তুলবে আগত
দর্শকদের মন।
এছাড়াও লোহানীপাড়া ইউনিয়নের আদিবাসী নেতা
আলফ্রেড মিঞ্জি ও দিপ্তি মিঞ্জি চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- ১৯৯৪সাল
থেকে বাংলাদেশে আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। তখন
থেকে আদিবাসীদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়ার আন্দোলন চলে
আসলেও বিগত ২৯বছরেও আদিবাসীদের তেমন একটা
ভাগ্যন্নোয়নের পরিরর্তন হয়নি।
যেমন সরকারী চাকুরীর ক্ষেত্রে
আদিবাসীদের কোটা থাকলেও এই এলাকায় অনেক শিক্ষিত বেকারের
ভাগ্যে চাকুরী মিলছেনা। শিক্ষিতদের চাকুরী না হওয়ায় শিক্ষার
প্রতি আগ্রহ হারিয়ে আদিবাসি শিশু কিশোররাও জীবিকার
তাগিদে পুর্ব পুরুষের আদিম পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে।
তারা আরো বলেন, গত বছর ঘরোভাবে দিবসটি পালন করা হলেও
এবারে প্রশাসনিক সহযোগীতা পেলে আমরা জাকজমকপুর্নভাবে
এই দিবসটি পালন করতে পারব।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন,
উপজেলায় বসবাসকারী আদিবাসীরা এই দিবসটি পালন করতে
চাইলে তাদের এলাকায় তা করতে পারবে। এতে প্রশাসনিকভাবে
কোন বাধা নিষেধ নেই।