Type Here to Get Search Results !

খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার প্রতিনিধি এস.এম. রকির সঞ্চালনায় বক্তব্য দেন- ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, কালবেলার মাসুদ রানা, ভোরের দর্পণের সাজু সরকার, আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের ফারুক আহমেদ, জনকণ্ঠের লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিনের উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচারের সুজন শেখ, ইনকিলাবের বুলবুল ইসলাম এবং আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে কোন তালবাহানা না করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, “কোন সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নয়; আমরা কাজের জন্য নিরাপদ পরিবেশ চাই।”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies