Type Here to Get Search Results !

তেঁতুলিয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল আটক

নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন৷
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এসময় অভিযান পরিচালন করে করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ ৫টি ড্রেজার মেশিন,পাম্প,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে প্রশাসন।
এসময় অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধুরা চক্রের সদস্যরা৷ পরে মেশিনসহ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। এ সময় অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হলে ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান। অভিযান চলমান থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies