Type Here to Get Search Results !

বিরামপুরে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বিরামপুর থানা রোডস্থ কমিউনিটি সেন্টারে সকাল থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে জামায়াতের কর্মী ও সমর্থকদের।
উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সমাবেশ ছিল কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণের একটি মঞ্চ। সভাপতিত্ব করেন উপজেলা আমীর হাফিজুল ইসলাম বিএসসি। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ। সমাবেশকে প্রাণবন্ত করে তুলেন প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। অধ্যক্ষ মমতাজ উদ্দিন তার বক্তব্যে কর্মীদের উদ্দেশে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন আমাদের অঙ্গীকার।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিটি কর্মীকে ত্যাগ স্বীকার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রত্যেককে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ.স.ম ইব্রাহিম, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।তাঁরা প্রত্যেকেই ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে কর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান।
সমাবেশে অংশ নেওয়া একাধিক কর্মী জানান, এ ধরনের কর্মসূচি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করতে এবং ভোটারদের আস্থা অর্জনে এটি একটি নতুন উদ্দীপনা। বিরামপুরের এ কর্মী সমাবেশ আসন্ন নির্বাচনে রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা রাখতে জামায়াত তাদের কর্মীদের নতুনভাবে উজ্জীবিত করছে বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies