আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩০ আগষ্ট ২০২৫ শনিবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় সুইস গেট সংলগ্ন বাজারের অস্থায়ী কার্যালয়ে উপজেলার গোপালপুর ইউনিয়নের আহবায়ক কমিটি গঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটিতে মোঃ ছাব্বির রহমান (জীবন) কে আহ্বায়ক, মোঃ মাহামুদুল হাসানকে যুগ্ম আহবায়ক, মোঃ তাহাজুল ইসলামকে সদস্য সচিব ও মোঃ আব্দুর রাজ্জাককে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
গণসংহতি আন্দোলনের উপজেলা সংগঠক আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন। আরো উপস্থিত ছিলেন উপজেলার মধুপুর ইউনিয়ন কমিটির আহবায়ক রওশন ইয়াছদানি, কালুপাড়া ইউনিয়ন কমিটির সদস্য সচিব গোবিন্দ দাস সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
রংপুর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন বলেন, নবগঠিত এই আহবায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে ইউনিয়নের সাংগঠনিক কাজ গতিশীল করবার চেষ্টা করবে।
সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন আরো বলেন, “আমরা গণঅভ্যুত্থান পরবর্তী এক নতুন রাজনৈতিক বাস্তবতায় অবস্থান করছি। আমাদের পূর্বসূরীরা এই জনপদে হাজার বছর ধরে সংগ্রাম করছেন মুক্তির জন্য, অধিকারের জন্য, মর্যাদার জন্য। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পত্তন হয় স্বাধীন বাংলাদেশের। সেই লড়াইয়ের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার। কিন্তু সেই অঙ্গীকার পূরণ হয়নি গত ৫৪ বছরেও। বিশেষভাবে গত ১৭ বছরের মানুষের অধিকার ও মর্যাদাকে সম্পূর্ণ ধ্বংস করে গুম, খুন, লুটপাট চালিয়ে যে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম হয়েছে তাতে এটা প্রমাণিত যে এই বন্দোবস্ত টিকিয়ে রেখে বাংলাদেশে আর এগোতে পারবে না। '২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো প্রানের আত্মত্যাগ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির দায় আমাদের কাঁধে তুলে দিয়েছে। এখন দরকার নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত। প্রয়োজন ফ্যাসিবাদের ভিত্তি বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা ও রাষ্ট্রের আইনি কাঠামোর বদল ঘটিয়ে তার গণতান্ত্রিক রূপান্তর। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যই আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বাস্তবানের একমাত্র হাতিয়ার। তাই আমরা বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চাই।