Type Here to Get Search Results !

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এক বছরে অভূতপূর্ব উন্নয়ন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫ খ্রি.)। গত এক বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে এসেছে দৃশ্যমান পরিবর্তন অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গড়ে উঠেছে নতুন দৃষ্টান্ত। বিদ্যালয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন, পাঠদানে গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় এনে নেটওয়ার্কিং পদ্ধতিতে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ ৫৪ বছরে প্রথমবারের মতো বিদ্যালয়ের নামে প্রকাশ করা হয়েছে বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার। এতে ছুটির তালিকা, পরীক্ষার সময়সূচি ও ফলাফলের তারিখ উল্লেখ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের জন্য তা একটি দিকনির্দেশক হিসেবে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। পাঁচতলা একাডেমিক ভবনের জানালায় স্থাপন করা হয়েছে বারযুক্ত গ্রিল, প্রধান শিক্ষকের কক্ষে করা হয়েছে থাই গ্লাস ও ইন্টেরিয়র ডেকোরেশন, প্রাঙ্গণে সিরামিক ইটের বাগান ও রাস্টিক টাইলস বসানো হয়েছে বাউন্ডারি ওয়ালে। এছাড়াও নির্মাণাধীন প্রায় ৯০-৯৫ ফুট দীর্ঘ নতুন বাউন্ডারি ওয়াল বিদ্যালয়ের নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে। ক্যাম্পাসে ফলদ বৃক্ষ রোপণ করে পরিবেশ সচেতনতার দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি। শুধু অবকাঠামো নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশেও গুরুত্ব দিয়েছেন সাইফুল ইসলাম। সম্প্রতি বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতাকে নতুন মাত্রা দিয়েছে। এক বছর পূর্তির দিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। তিনি প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিভাবক ও এলাকাবাসীর মতে, সাইফুল ইসলামের এক বছরের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে একজন দায়িত্বশীল নেতৃত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতির মূল চাবিকাঠি। তার উদ্যোগে বিদ্যালয়টি যেমন শিক্ষার মানে এগিয়েছে, তেমনি অবকাঠামো ও পরিবেশেও গড়ে উঠেছে উন্নয়নের নতুন ধারা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies