ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথী উদযাপন উপলক্ষে বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে শনিবার (১৬ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিরামপুর শাখার আয়োজনে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান।
অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল ৯টায় মঙ্গল ঘট স্থাপন ও ১০টা ১ মিনিটে অমৃতযোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টা ১১ মিনিটে গোপালকে নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়, যা মন্দির প্রদক্ষিণ করে এলাকায় শান্তির বার্তা ছড়িয়ে দেয়। এরপর আঞ্চলিক কীর্তন পরিবেশন, গীতাপাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা থেকে দ্বিতীয় অধিবেশনে পদাবলী কীর্তন পরিবেশন শুরু হয়। রাতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী উপলক্ষে জন্মাষ্টমীর অর্ধরাত্রী বিহিত পূজা ও মোহরাত্রী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা রাত ১০টা থেকে ১১টা ১৭ মিনিট পর্যন্ত চলে। পূজা শেষে পুনরায় পদাবলী কীর্তন পরিবেশিত হয়।
কীর্তন পরিবেশনায় অংশ নেন শ্রী দুলাল চন্দ্র মহন্ত (পারের তরী সম্প্রদায়, বগুড়া), শ্রীমতি মাধবী কৃষ্ণাদাসী প্রেমভক্তি সম্প্রদায়, কিশোরগঞ্জ, নীলফামারীসহ স্থানীয় মাধবাচার্য সম্প্রদায় (রামশ্বাপুর), গৌরাঙ্গ সম্প্রদায় (মৌপুকুর) ও গৌড় নিতাই সম্প্রদায় (দিওড়)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার ও সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বত্য কুমার, খানপুর ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন মানিক মন্ডল এবং বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার সরকারসহ অনেকে।
ভক্তবৃন্দ জানান, জন্মাষ্টমী তিথীতে এ ধরনের মহোৎসব তাদের ভক্তি, আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে।