Type Here to Get Search Results !

চিলাহাটিতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী মিলন কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা দেন। পরে ঘোড়ার গাড়িতে চড়ে চিলাহাটি বাজার প্রদক্ষিণ করে কেতকীবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় নিজ বাড়িতে পৌঁছান এ শিক্ষক। এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ির পেছনে পায়ে হেঁটে শ্রদ্ধা পদযাত্রা করে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে- নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী মিলন কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৮৮ সালের মার্চ মাসের ১৫ তারিখে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা চিলাহাটি ওয়েবকে বলেন- তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন। স্যার অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। এটি সবাইকে মানতেই হবে। আমরা স্যারের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি।
সদ্য সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন চিলাহাটি ওয়েবকে বলেন- দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ আমি স্বার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছেন।
আমি স্বার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আজকে শুধু আমার ফেয়ারওয়েল নয়, শেষ কর্ম দিবস। আমি মনে করি আমার ছেলেরা যে আমাকে ভালবাসে তা আমি আগে জানতাম। তারা আজকে আমাকে বিদায় দিয়েছে। অবসর জীবনে আমি শিক্ষকতা করে কাটাতে পারলে ভালো হতো।
তিনি আরও বলেন- আমার শিক্ষকেরা অনেক ভালো মনের মানুষ। তারা আমার এ প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে সর্বত্র দিয়ে সহযোগিতা করেছেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ।

Top Post Ad

Hollywood Movies